
আইসল্যান্ড এবং তুরস্কের বিপক্ষে ২০২০ সালের ইউরো বাছাইপর্বের ম্যাচের জন্য ফ্রান্সের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। গোড়ালির ইনজুরির কারণে দলে জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেদের মিডফিল্ডার পল পগবা।
ফরাসি কোচ দিদিয়ের দেশমের ঘোষিত দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে এবং এনগোলো কান্তে।
আগামী ১১ অক্টোবর আইসল্যান্ডের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১৪ অক্টোবর ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে খেলবে দেশমের দল।
ইউরো বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপে থাকা ফ্রান্স ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ফ্রান্স ও তুরস্ক।
ফ্রান্স স্কোয়াড :
গোলরক্ষক : আলফোনসো আরিয়োলা, হুগো লরিস, স্টিভ মান্দান্দা।
ডিফেন্ডার : লুকাস দিগয়ে, লিও দুবোইস, লুকাস হার্নান্দেজ, প্রিসনেল কিম্পেম্বে, ক্লিমেন্ট লেংগলেট, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, কার্ট জৌমা
মিডফিল্ডার : এনগোলো কান্তে, ব্লাইসে মাতুইদি, ট্যাঙ্গাই এনদোম্বেলে, মৌসা সিসোকো, করেন্টিন তোলিসো;
ফরোয়ার্ড : উইসাম বেন ইয়েড্ডের, কিংসলে কোমান, অলিভিয়ের জিরুড, আতোঁয়ান গ্রিজম্যান, জোনাথান ইকোনে, থমাস লেমার ও কিলিয়ান এমবাপ্পে।
আরআইএস