• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৯, ০৭:১৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৪, ২০১৯, ০৮:০২ পিএম

তামিমরা অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন যেখানে, সেই মসজিদেই যুবারা

তামিমরা অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন যেখানে, সেই মসজিদেই যুবারা
ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদের বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল -ছবি : বিসিবি

গত মার্চের বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরটা নিশ্চয়ই দুঃসহ স্মৃতি হয়ে বেঁচে থাকবে ওই সফরের সব ক্রিকেটারের। অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন তামিম-মিরাজরা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদের সেই হামলা নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য হত্যাযজ্ঞ। 

যেই হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় অর্ধশত মানুষ। ওই আন-নূর মসজিদেই নামাজ পড়তে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আর কিছুক্ষণ আগে মসজিদে চলে গেলেই হয়তো প্রাণ হারাতে হতো তামিম-মিরাজদের। 

তবে জীবন তো আর থেমে থাকে না। বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সেই আন-নূর মসজিদেই শুক্রবার জুম্মার নামাজ পড়তে গিয়েছেন বাংলাদেশি যুবারা। সেখানে নামাজ পড়তে গিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সেই ভয়াবহ স্মৃতির কথাও মনে পড়েছে আকবর আলিদের। 

এমএইচবি