• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০৮:৩৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০৮:৩৪ এএম

গ্রানাডাকে হারিয়ে শীর্ষেই থাকলো রিয়াল 

গ্রানাডাকে হারিয়ে শীর্ষেই থাকলো রিয়াল 
লুকা মদ্রিচ গোল করার পর তাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ফটো : টুইটার

লা লিগায় নিজেদের গ্রানাডাকে ৪-২ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।

শনিবার (৫ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটে গ্যারেথ বেলের পাসে বল পেয়ে করিম বেনজেমা লক্ষ্যভেদ করে রিয়ালকে এগিয়ে দেন। বিরতির আগে ইনজুরি সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এডেন হ্যাজার্ড। 

ম্যাচের ৬১ মিনিটে হ্যাজার্ডের পাসে বল আদায় করে ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ বল জালে পাঠিয়ে স্বাগতিকদের বড় জয়ের পথেই রেখেছিলেন। যদিও এরপর গ্রানাডা ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছে। গোলরক্ষক আরিওলার দোষে পেনাল্টি পায় অতিথিরা এবং ৬৯ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান কমান কমান মাচিস।

৭৭ মিনিটের মাথায় ডমিঙ্গোস দুরাতে হেডে গোল করে বসলে রিয়াল শিবিরে তা চিন্তার ভাঁজ ফেলতে শুরু করে। তবে শেষ মুহূর্তে তাদের স্বস্তি এনে দেন হামেস রদ্রিগেজ। তার গোলের খানিক পরেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিলে জয় নিয়েই মাঠ ছাড়া রিয়াল মাদ্রিদ।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে জিনেদিন জিদানের দল। ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে গ্রানাডা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা।

আরআইএস 
 

আরও পড়ুন