• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০৯:২১ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০৯:২১ এএম

পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি শ্রীলঙ্কা

পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি শ্রীলঙ্কা
টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে শ্রীলঙ্কা। ফটো : ক্রিকেট নিউজ ডট কম

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।

শনিবার (৫ অক্টোবর) লাহোরের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ওপেনিং জুটির আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই ৬৪ রান তুলে ফেলে। পরের দিকে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে তারা অবশ্য ৫ উইকেটে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি।

ওপেনার দানুশকা গুনাথিলাকা ৩৮ বলে ৮ চার ও ১ ছক্কার মারে ৫৭ এবং আভিশকা ফার্নান্দো ৩৩ ও ভানুকা রাজাপক্ষে ৩২ রান করেন। 

পাকিস্তানের পক্ষে এই ম্যাচে হ্যাটট্রিক করা মোহাম্মদ হাসনাইন ৩৭ রান দিয়ে নেন ৩ উইকেট। একটি উইকেট পান শাদাব খান।

জবাবে স্বাগতিক পাকিস্তান ইসুরু উদানা ও নুয়ান প্রদীপের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি। ইফতিখার আহমেদ ২৫, অধিনায়ক সরফরাজ আহমেদ ২৪ এবং বাবর আজম ১৩ রান করলেও বাকিরা দুই অংকের ঘরেই যেতে পারেননি। ফলে ১৪ বল বাকি থাকতেই মাত্র ১০১ রানে অলআউট হয় পাকিস্তান।

শ্রীলঙ্কার পক্ষে ইসুরু উদানা ২.৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে এবং নুয়ান প্রদীপ ৩ ওভারে ২১ রান দিয়ে নেন ৩টি করে উইকেট। এছাড়া, হাসারাঙ্গা ও রাজিথা একটি করে উইকেট লাভ করেন।

আরআইএস 
 

আরও পড়ুন