• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০২:১৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০২:১৬ পিএম

টি-টেনের কোচ হচ্ছেন আফতাব

টি-টেনের কোচ হচ্ছেন আফতাব
ছবি : সংগৃহীত

খেলোয়াড়ি জীবনে অমিত সম্ভাবনা নিয়ে আগমন ঘটেছিল তার। অনন্য ব্যাটিং শৈলির মাধ্যমে তিনি বরাবরই মুগ্ধ করেছেন সবাইকে। তবে প্রত্যাশামাফিকভাবে চলেনি তার ক্রিকেট ক্যারিয়ার। থামতে হয়েছে আগেই। এর জন্য অনেকেই তার অলসতাকে দ্বায়ী করে থাকেন। 

সমবয়সীরা যখন মাঠের ক্রিকেটে ব্যস্ত, তখন তিনি কোচিংয়ে নাম লিখিয়েছেন। তবে আগের মতো সেই অলস আফতাব আর নেই, বরং উদ্যমী একজনকেই দেখা যাচ্ছে কোচ হিসেবে। সর্বশেষ প্রিমিয়ার লীগে হেড কোচ ছিলেন লিজেন্ডস অব রুপগঞ্জের। তার অধীনে অল্পের জন্য শিরোপা পায়নি রুপগঞ্জ, লীগের শেষ ম্যাচ পর্যন্ত ছিলো শিরোপার দৌড়ে। এর আগে দুই মৌসুম ছিলেন মোহামেডান লিমিটেডের সহকারী কোচ।

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লীগেও থাকবেন নিজ বিভাগ চট্টগ্রামের হেড কোচ হিসেবে।  তবে এবার দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে শুরু হচ্ছে আফতাবের কোচিং ক্যারিয়ার। দুবাইয়ে অনুষ্ঠিত টি-টেন লীগে  চট্টগ্রামের এফএমসি গ্রুপের উদ্যোগে গত আসরের দল পাখতুনসের বদলে এবার খেলবে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। 

আর সেখানে হেড কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেট তারকা। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে প্রতি দল ১৪ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করতে পারবে দলগুলো। এর মধ্যে দুইজন আরব আমিরাতের ক্রিকেটার রাখা বাধ্যতামূলক।

এমএইচবি

আরও পড়ুন