
জাতীয় ক্রিকেট লীগ শুরু হতে বাকি আর মাত্র চারদিন। এরই মধ্যে শেষ হয়েছে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট। যেখানে পাশ করেছেন যারা, তারা শুরু করে দিয়েছেন প্রস্তুতি। তবে যারা পাশ করেননি তারা রোববার (৬ অক্টোবর) আবারও পরীক্ষা দিয়েছেন।
এদিন দ্বিতীয়বার বিপ টেস্ট দিয়েও পাশ করতে পারেননি তিন অভিজ্ঞ ক্রিকেটার আব্দুর রাজ্জাক, নাসির হোসেন ও আশরাফুল। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও এদের কেউ পাশ করতে পারেননি। তবে প্রথমবার পরীক্ষা দিয়েই পাশ করেছেন ইমরুল কায়েস। ছেলের অসুস্থতায় সময় মতো বিপ টেস্টে অংশ নিতে পারেননি তিনি।
দ্বিতীয় বার পরীক্ষা দেয়া ক্রিকেটারদেরও এখনো সম্ভাবনা রয়েছে জাতীয় লীগে খেলার। আগের বারের চেয়ে এবারের পরীক্ষায় সবারই উন্নতি হয়েছে। নির্বাচকরা এই অভিজ্ঞ তিন ক্রিকেটারকে খেলার অনুমতি দিবেন বলেই গুঞ্জন রয়েছে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে সোমবার।
এমএইচবি