
আগামী ১০ অক্টোবর ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামীকাল সোমবার (৮ অক্টোবর) বাংলাদেশে আসছে কাতার ফুটবল দল। তাদেরকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে আগেই কাতার ফুটবল দল অদ্ভুত এক কারণে আলোচনার জন্ম দিয়েছে। খেলোয়াড় কর্মকর্তাসহ ৫৭ জনের বিশাল বহর নিয়েই তারা বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশটি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, খেলার পরিবেশ নিশ্চিত করতে কাতার দলের সংশ্লিষ্টদের সঙ্গে এরই মধ্যে দেনদরবার শেষ করেছে বাফুফে। এখন তারা ৫৭ সদস্যের অতিথিদের জন্য যথাসাধ্য আতিথেয়তা দিতে প্রস্তুতি নিয়ে রেখেছেন।
অতিথি দলের অনুশীলন থেকে শুরু করে মিডিয়া সেশনের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে কাতারের পক্ষ থেকে কোনো অভিযোগের তীর নেই।
জমজমাট ম্যাচ আয়োজনের পাশাপাশি মাঠে দর্শক আনার প্রস্তুতি পর্ব চলছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সব মিলিয়ে আয়োজক ও মাঠের খেলা দুই জায়গাতেই নিজেদের সফল হওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।
সূত্র: ডিবিসি নিউজ
আরআইএস