
প্রায় এক দশক পর টেস্ট খেলুড়ে বড় দেশ হিসেবে পাকিস্তান সফরে যায় শ্রীলঙ্কা। এরপর থেকে বাংলাদেশকেও পাকিস্তানে সফর করাতে তৎপর সেদেশের ক্রিকেট বোর্ড। আগামী জানুয়ারীতে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে কি না, তা নিয়ে এখন সরগরম দেশের ক্রিকেট।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত কেবল বিসিবির নয়। তিনি বলেন, ‘নিরাপত্তার ব্যাপারটা এক নম্বর ইস্যূ। সেটা আমরা মাথায় রেখেছি। এই সিদ্ধান্তটা কেবল ক্রিকেট বোর্ডের না। আমরা কোথায় খেলবো সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’
তবে পাকিস্তান সফর নয় বিসিবির চিন্তায় এখন নভেম্বরের ভারত সফর। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশীপের শুরু হবে এই সিরিজ দিয়ে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই আমরা আগে দুইটি দল পাঠিয়েছি সেখানে।’
এমএইচবি