
দেশের ক্রীড়াঙ্গন জুড়ে এখন আলোচনার শীর্ষে রয়েছে ঢাকায় আর্জেন্টিনা ফুটবল দলের প্রীতি ম্যাচ খেলা। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন তাদের ভ্যারিফাইড টুইটার একাউন্টে ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা জানায়।
এরপরই চারদিকে এ নিয়ে শুরু হয় আলোচনা। এই ম্যাচটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার প্রস্তাব দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। প্রস্তাবটি দেয়া হয়েছে ম্যাচটি আয়োজনের দায়িত্বে থাকা ইউরোপীয় এজেন্টের কাছে।
এই ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গে আলোচনা করে ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক সম্মতি ও নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিল। আমরা লিখিতভাবে তাদের জানিয়ে দিয়েছি সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কথা। ওই চিঠিতেই আমরা প্রস্তাব দিয়েছি ম্যাচটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গে আলোচনা করে ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক সম্মতি ও নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিল। আমরা লিখিতভাবে তাদের জানিয়ে দিয়েছি সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কথা। ওই চিঠিতেই আমরা প্রস্তাব দিয়েছি ম্যাচটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার।’
এমএইচবি