
ব্যর্থতার দায়ে বরখাস্ত হয়েছেন এসি মিলানের কোচ মার্কো জামপাওলো। দায়িত্ব নেয়ার মাত্র চারমাসের মাথায় এসে বরখাস্ত হলেন ইতালিয়ান বংশোদ্ভুত এই সুইস কোচ। সিরি-আতে টানা ব্যর্থতার জন্যই তাকে বরখাস্ত করা হয়েছে।
ইতালিয়ান শীর্ষ লীগে প্রথম সাত রাউন্ডে চারটিতে হারে এসি মিলান। সর্বশেষ মিলান ডার্বিতে ২-০ গোলে ইন্টার মিলানের কাছে হারের পরই চূড়ান্ত হয় জামপাওলোর বরখাস্ত হওয়া। গত জুন মাসে দায়িত্ব পাওয়া ৫২ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি ছিল এসি মিলানের।
তাকে বরখাস্ত করার ব্যাপারে এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ' মার্কো যেভাবে কাজ করেছে আমরা সেই জন্য তার কাছে কৃতজ্ঞ। তার ভবিষ্যৎের পেশাদার ক্যারিয়ারের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইলো।'
সাত ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ত্রয়োদশ স্থানে রয়েছে এসি মিলান। রেলিগেশন অঞ্চল থেকে মাত্র তিন পয়েন্ট দূরে রয়েছে তারা।