
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
বুধবার (৯ অক্টোবর) থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচের ২০ মিনিটের মাথায় বাম প্রান্ত থেকে উন্নতি খাতুনের ক্রসে বল পেয়ে আকস্মিকভাবে করা ভলিতে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শাহেদা আক্তার।
খেলার ৩১ মিনিটের মাথায় সাহেদার সঙ্গে বল দেয়া-নেয়া করে প্লেসিং শটে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোজিনা আক্তার।
আগামী শুক্রবার (১১ অক্টোবর) নেপালের বিরুদ্ধে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে।
আরআইএস