
তিনি দলের মূল বোলার, টপ অর্ডার ব্যাটসম্যান, অন্যতম সেরা ফিল্ডার এবং অধিনায়কও। অনেকে তো মজা করে বলেন, উইকেট কিপিং করতে দিলে সাকিব আল হাসান সেখানেও সেরা হবেন। শুধু ক্রিকেট কেন, সাকিব যে সবক্ষেত্রেই সেরা তার প্রমান তো তিনি দিয়েছেন বহুবার।
সম্প্রতি সাকিবকে দেখা গেল ফুটবল পায়ে অসাধারণ এক গোল করতে। ফুটবল যে সাকিব ভালো খেলেন সেটা জানা আছে অনেকেরই, আরও একবার তার প্রমান দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দৃষ্টিনন্দন এক গোল করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। সেখানেই সতীর্থদের সঙ্গে ফুটবল খেলতে নেমেছিলেন তিনি। যেখানে সতীর্থ এক খেলোয়াড়ের কাছ থেকে বল পেয়ে ড্রিবলিং করে ঢুকে যান মাঠের মাঝ বরাবর। এরপর বাঁ পায়ের জোড়ালো শটে দারুণ এক গোল করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গোলের সেই ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোষ্টও করেছেন সাকিব।
এমএইচবি