• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০১৯, ০৬:২৩ পিএম

তামিমের দৃঢ়তা, সাদিকুরের ফিফটি ছাপিয়ে উজ্জ্বল মাহমুদুল্লাহ-তাইজুল

তামিমের দৃঢ়তা, সাদিকুরের ফিফটি ছাপিয়ে উজ্জ্বল মাহমুদুল্লাহ-তাইজুল
তিন উইকেট নিয়ে জাতীয় লীগের প্রথম দিনে উজ্জ্বল ছিলেন রিয়াদ। ছবি : বিসিবি

বিশ্রাম নিতে খেলেননি আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে। অনেকদিন পর তাই ব্যাট হাতে নেমেছিলেন তাামিম ইকবাল। দৃঢ়তা দেখালেও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। তবে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামা সাদিকুর রহমান ফিফটি তুলে নিয়েছিলেন। কিন্তু এদের সবাইকে ছাপিয়ে আলোচনায় জাতীয় লীগের প্রথম দিনে মাহমুদুল্লাহ রিয়াদের তিন উইকেট। 

জাতীয় ক্রিকেট লিগের টায়ার-২ এর ম্যাচের প্রথম দিনের খেলায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রো। যাতে বাঁধার সৃষ্টি করে থেমে থেমে আসা বৃষ্টি। 

প্রথম সেশন শেষ হওয়ার পর দ্বিতীয় সেশনের শুরুতেই বাগড়া দেয় বৃষ্টি। এরপর চা বিরতির পর বজ্রপাতের কারণে খেলাই বন্ধ করতে হয়। এরপর আবার খেলা শুরু হলেও প্রথম দিনে ৫১ ওভারের বেশি খেলা চালানো সম্ভব হয়নি। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রামের শুরুটা দারুণ করেন তামিম ও সাদিকুর। এই দুইজনের উদ্বোধনী জুটিতে আসে ৮০ রান। আগ্রাসী ভাবে খেলতে গিয়ে রিয়াদের বলে স্টাম্পিংয়ের শিকার হন ৬৯ বলে ৫১ রান করা সাদিকুর। 

এরপর দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে ১০৫ বলে ৩০ রানের ইনিংস খেলা তামিমকেও কট অ্যান্ড বোল্ড করেন রিয়াদ। এই আউটে নিজেকে দূর্ভাগা ভাবতেই পারেন তামিম। মাহমুদউল্লাহর বলে সজোরে ড্রাইভ করেছিলেন তামিম। কিন্তু সেটি সিলি পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের বুটে লেগে সরাসরি চলে যায় মাহমুদউল্লাহর হাতে।

দুই ওপেনারের পর অধিনায়ক মুমিনুলও দ্রুত ফিরে যান। এরপরই দলের হাল ধরেন তরুণ পিনাক ঘোষ ও তাসামুল হক। ৭৮ বলে ৩০ রান করে পিনাক ও ৪২ বলে ১৯ রান করে অপরাজিত আছেন তাসামুল। ৩ উইকেটে ১৪৭ রান নিয়ে চট্টগ্রামের হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন এই দুই ব্যাটসম্যান। 

অন্যদিকে ফতুল্লায় রাজশাহীর বিপক্ষে রনি তালুকদারের ১১৪ বলে ৬৩ রান ছাড়া ঢাকা বিভাগের কেউই বলার মতো সংগ্রহ করতে পারেননি। রাজশাহীর হয়ে ৪ উইকেট পান স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ ১৪৭ রান। 

এদিকে বরিশাল বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার টায়ার-২ এর ম্যাচটির প্রথম দিনের খেলা বৃষ্টি বাগড়ায় মাঠেই গড়ায়নি। একই পরিণতি বরণ করেছে খুলনা বিভাগ ও রংপুর বিভাগের মধ্যকার টায়ার-১ এর ম্যাচের প্রথম দিনের খেলাও।

এমএইচবি