
আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে গিয়েছিল বাংলাদেশ 'এ' দল। দ্বিতীয় ম্যাচেই তাদের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। রোমাঞ্চকর এক ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে আফিফ হোসেন-মোহাম্মদ মিঠুনরাই। শেষ বলে জয় নিশ্চিত হওয়া ম্যাচটি ১ উইকেট হাতে রেখে জিতে নিয়েছে তারা।
কলম্বোয় বৃহস্পতিবার (১০ অক্টোবর) দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা ‘এ’ দল। জবাব দিতে নেমে ১৫ রানেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ।
তবে শুরুর এই ধাক্কা সামাল দেন মোহাম্মদ নাঈম ও নাজমুল হোসেন শান্ত। ৫৯ রানের জুটি গড়েন এই দু'জন। ২১ রানে শান্ত বিদায় নিলেও ফিফটি তুলে নেন নাঈম। ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক মিঠুনও। এই দুই জনের ফিফটিতে জয়ের পথে ভালোভাবেই ছিল বাংলাদেশ।
শেষ ৬ ওভারে দরকার ছিল ৩৫ রান। কিন্তু শেষ চার ওভারে ৪ উইকেট হারিয়ে কাজটা কঠিন করে ফেলে বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। প্রথম দুই বলে সিঙ্গেলের পর তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান ইবাদত। এক বলে ১ রান দরকার, হাতে আছে ১ উইকেট। সিঙ্গেল নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সানজামুল ইসলাম।