
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন অসুস্থ হয়ে বর্তমানে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গোলাম মোর্তজা স্বপনকে নেয়ার পর মাশরাফীর স্বজনরা জানান ,পরীক্ষা-নিরীক্ষা করে তার দেহে তেমন কোনো রোগ ধরা পড়েনি।
এদিকে, নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানিয়েছেন, মাশরাফীর বাবা বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করেন। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন ডাক্তার বাড়িতে গিয়ে গোলাম মোর্তজা স্বপনকে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি শঙ্কামুক্ত আছেন। তারপরও বিষয়টি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে যশোরের সিএমএইচে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নড়াইলে নিজের বাড়িতে হঠাৎ করেই মাশরাফীর বাবা বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকদের খবর দেন। এরপর দ্রুতই তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। তার পাশে বর্তমানে মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা, মামা নাহিদ ও পরিবারের অন্য সদস্যরা আছেন।
আরআইএস