
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হবে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নড়াইলে নিজের বাড়িতে হঠাৎ করেই মাশরাফীর বাবা বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকদের খবর দেন।
এরপর দ্রুতই তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখান থেকে শনিবার বিকালে চিকিৎসার জন্য গোলাম মোর্ত্তজাকে ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন মাশরাফীর মামা নাহিদুর রহমান।
তিনি বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে বিমানযোগে গোলাম মর্তুজা স্বপনকে ঢাকায় স্থানান্তর করা হবে। নড়াইলের সর্বস্তরের জনসাধারণ স্বপনের দ্রুত সুস্থতা কামনা করেছেন।’
এমএইচবি