• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৯, ০৮:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১২, ২০১৯, ০৮:৩৫ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ফিফা সভাপতি

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ফিফা সভাপতি
বাঁ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বাংলাদেশের মাটিতে পা রাখছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দেশের ক্রীড়াঙ্গনের জন্য এটা নিশ্চিতভাবেই বড় খবর। ১৬ অক্টোবর দুইদিনের সফরে লাওস থেকে বাংলাদেশে আসবেন ইনফান্তিনো। এই সংক্ষিপ্ত সফরে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। 

সূচি নিশ্চিত হওয়ার পর শনিবার (১২ অক্টোবর) বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দেখা করেন প্রধানমন্ত্রী সঙ্গে। ফিফা প্রেসিডেন্টের সাক্ষাতের সময় পাওয়ার পরই দুপুরে সংবাদ সম্মেলন করেন তিনি। যেখানে তার কাছে প্রশ্ন করা হয় ফিফা সভাপতির এই সফরে বাংলাদেশের জন্য কী থাকছে?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার কাছে তো আমরা আগ বাড়িয়ে চাইতে পারি না। ফিফা প্রেসিডেন্ট সব দেশের কার্যক্রম নিয়ে ওয়াকিবহাল। ক্লাবের খবর পর্যন্ত আছে তার কাছে।’

বুধবার বিকেলে বাংলাদেশে পা রাখলেও অভ্যার্থনাতেই সীমাবদ্ধ থাকবে ফিফা সভাপতির ওই দিনের কার্যক্রম।পরেরদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়েই শুরু হবে ফিফা প্রেসিডেন্টের ঢাকার কর্মসূচি। এরপর তিনি যাবেন রাজধানীর মতিঝিলস্থ বাফুফে ভবনে। সেখানে বাফুফের নির্বাহী কমিটির সঙ্গে বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা করবেন ইনফ্যান্তিনো।

এ নিয়ে বাফুফের সহ সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘তিনি আমাদের সঙ্গে বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। গাইডলাইন দেবেন। তিনি আমাদের অভিভাবক, আমাদের মেহমান। আমরা ফিফা প্রেসিডেন্টের সামনে আমাদের কার্যক্রম উপস্থাপন করবো। তখন তিনি বুঝতে পারবেন আমাদের প্রয়োজনগুলো। মেহমানের কাছে আমরা তো কিছু আবদার করতে পারি না’- বলেছেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ।’

এমএইচবি

আরও পড়ুন