• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৯, ০৯:০৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৩, ২০১৯, ১১:১১ এএম

ইউরো ২০২০‍‍ এর মূল পর্বে ইতালি

ইউরো ২০২০‍‍ এর মূল পর্বে ইতালি
ইউরো ২০২০‍‍`র মূল পর্বের টিকেট পাওয়ার পর ইতালির ফুটবলারদের দৌড় উদযাপন। ফটো: ইএসপিএন

ইউরো বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচে গ্রিসকে ২-০ গোলে হারিয়ে টানা সাত ম্যাচ জিতে মূল পর্বে খেলা নিশ্চিত করে ফেলেছে ইতালি।

শনিবার (১২ অক্টোবর) রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধে ভালো ফুটবল উপহার দেয়ায় স্বাগতিক দর্শকদের কাছ থেকে ইতালির ফুটবলাররা দুয়োধ্বনি শুনেছে। গোলশূন্যভাবে শেষ হওয়া প্রথমার্ধ দর্শকরা মোটেও উপভোগ করেননি।  

বিরতির পর ডি বক্সের ভেতর গ্রিসের মিডফিল্ডার আন্দ্রেয়াসের হাতে বল লাগলে রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান। ৬৩ মিনিটে স্পট কিক থেকে ব্রাজিলে জন্ম নেয়া ফরোয়ার্ড জর্জিনিয়ো গোল করে আজ্জুরিদের এগিয়ে দেন। আর তাতেই বদলে যেতে শুরু করে গ্যালারিতে থাকা দর্শকদের আচরণ, তখন তারা গোল উদযাপনে মাতোয়ারা হয়ে উঠেছিল। 

ম্যাচের ৭৮ মিনিটে লিওনার্দো বেনুচ্চির পাসে বল পেয়ে জুভেন্টাস ফরোয়ার্ড ফেদেরিকো বের্নারদেস্কির নেয়া বাঁ পায়ের কিক গোলরক্ষকের হাতে লেগে জালে প্রবেশ করলে দুই গোলে এগিয়ে যায় রাশিয়া বিশ্বকাপের টিকেট না পাওয়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার কাছে ৪-১ গোলে হেরেছে ফিনল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

সাত ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে থাকা ইতালির পয়েন্ট এখন ২১। ফিনল্যান্ড ১২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর্মেনিয়া ও বসনিয়ার পয়েন্ট সমান ১০ করে হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে আর্মেনিয়া।

ডি’ গ্রুপে নিজেদের মাঠে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। তিন নম্বরে থাকা সুইসদের পয়েন্ট ৮।  

আরআইএস