• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৯, ০৫:৪০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৩, ২০১৯, ০৫:৪০ পিএম

অর্থ এলেই বদলে যাবে বাংলাদেশের ফুটবল, বলছেন জেমি

অর্থ এলেই বদলে যাবে বাংলাদেশের ফুটবল, বলছেন জেমি
বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবল নতুন করে স্বপ্ন দেখছে আবারও। আর সেটা ইংলিশ কোচ জেমি ডের তত্ত্বাবধানেই। বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই সফলতা পাচ্ছেন এই কোচ। খেলোয়াড়দের ফিটনেসের প্রতি জোর দিয়ে গড়ে তুলেছেন এক শক্তিশালি জাতীয় দল। 

কাতারের বিপক্ষে বিশ্বকাপে বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। তবুও শিষ্যদের পারফরম্যান্সে খুশি জেমি ম্যাচ শেষে বলেছিলেন এটাই তার অধীনে খেলা সেরা ম্যাচ। ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়েই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ফেবারিট কে?

এমন প্রশ্নের জবাবে জেমি বলেন, ‘কাতারের বিপক্ষে ভারত দুর্দান্ত খেললেও ওমানের কাছে ওরা হেরেছে। আফগানিস্তান, কাতারের কাছে আমরা হারলেও সেই দুটি ম্যাচই আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। পয়েন্টের দিক থেকে বিচার করলে আমরা ভারত থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে। আমার ছেলেরা কিন্তু ভারতকে সহজে ছেড়ে দেবে না। তবে এটা ঠিক, ম্যাচে ফেভারিট ভারত।’

বাংলাদেশের ক্রিকেট গত কয়েক বছরে এগিয়ে গেলেও পিছিয়েছে ফুটবল। জেমি মনে করেন, অর্থ এলেই বদলে যাবে বাংলাদেশের ফুটবল। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল অর্থের। ক্রিকেটের সঙ্গে বড় বড় স্পন্সর যুক্ত থাকায় পরিকাঠামোর উন্নতির জন্য সমস্যা হয় না। দুর্ভাগ্যবশত ফুটবলে ক্রিকেটের মতো স্পন্সর নেই। অর্থের অভাবে আমরা চাইলেও সময়মতো কোনো পরিবর্তন ফুটবলে আনতে পারি না। এ কারণেই বাংলাদেশের ফুটবল ক্রিকেট থেকে পিছিয়ে পড়ছে।’

এমএইচবি

আরও পড়ুন