
ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। রোববার (১৩ অক্টোবর) ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রাউন্ড রবিন লীগ শেষ করেছে তারা।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৪ মিনিটে আমিশা ভাক্সলার গোলে এগিয়ে যায় ভারত। এর দুই মিনিট পরই অবশ্য গোল শোধ করেন বাংলাদেশের স্বপ্না রানী। এরপর বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
আগামী ১৫ অক্টোবর ফাইনালে এই ভারতেরই মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ভারত ও বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবে। এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।
এমএইচবি