
ইনজুরি যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। গত মৌসুমে ইনজুরির কারণে প্রায় অর্ধেক সময় মাঠের বাইরে ছিলেন এই পিএসজি তারকা। তাকে ছাড়াই ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা জিতে তার দেশ ব্রাজিল।
এই মৌসুমের শুরুতেও ইনজুরিতে আক্রান্ত হলেন নেইমার। সিঙ্গাপুরে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১২ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। ওই চোটে চার সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিল ফরোয়ার্ড।
এই ইনজুরির কারণে লীগ ওয়ানের পাশাপাশি চ্যাম্পিয়নস লীগেও দুই ম্যাচ মিস করবেন তিনি। নেইমারের ইনজুরি নিয়ে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক লাসমার বলেন, ‘নেইমার শুরুতে কিছুটা অস্বস্তি বোধ করছিল। সে খেলা চালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু যখন দেখল যে, ইনজুরিটা খুব ছোট কোন বিষয় নয়, তখন সে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেয়।’
এমএইচবি