• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ১২:২০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০১৯, ১২:২০ পিএম

২০২৩ বিশ্বকাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ!

২০২৩ বিশ্বকাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ!
সংগৃহীত ছবি

এখনো পর্যন্ত যেটুকু খবর এককভাবেই ২০২৩ বিশ্বকাপ আয়োজন করবে ভারত। তবে দুবাইয়ে আইসিসির বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় নতুন করে আশার আলো দেখতে পারেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। আগামী বিশ্বকাপে ভারতের পাশাপাশি সহযোগী আয়োজক হতে পারে বাংলাদেশও। 

পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে স্টেডিয়াম হচ্ছে, তার নির্মাণ কাজ শেষ হলেই ভারতকে কিছু ম্যাচ সেই স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দেবে বিসিবি। যদিও সবকিছুই এখনো রয়েছে প্রাথমিক পর্যায়ে। এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই। 

পাপন বলেন, ‘আমরা চেষ্টা করছি। যদি আমাদের নতুন স্টেডিয়ামটি করতে পারি, তাহলে ভারতকে বলার জন্য সহজ হবে যে, নতুন স্টেডিয়াম বলে এখানে কিছু খেলা নিয়ে আসবো। সম্ভাবনা আছে, একেবারে যে নেই এমনটা নয়। এটা নিয়ে ওদের কারো সঙ্গে কথা হয়নি। আমরা চেষ্টা করছি।’

আরও পড়ুন