
হাজার হাজার সমর্থকের ‘ভারত’, ‘ভারত’ চিৎকারে মুখরিত ছিল কলকাতার সল্ট লেক স্টেডিয়াম। অতীত ইতিহাস ও র্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল ভারত। তবুও লাল-সবুজের ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্সের কাছে অসহায় ছিল স্বাগতিক ফুটবলাররা।
প্রায় হারতে হারতে কোনো রকমে ড্র করেছে তারা। এমন ড্র যেন মেনে নিতে পারছে না ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমগুলো। ভারতের পারফরম্যান্সের সমালোচনা থাকলেও বাংলাদেশকে খেলার প্রশংসা নেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে।
কলকাতার আনন্দবাজার পত্রিকাও বাংলাদেশের বিপক্ষে এই ড্রকে দেখছে নৈতিক হার হিসেবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেই এই হার নিয়ে চলছে তুমুল সমালোচনা। তবে সে তুলনায় বাংলাদেশের প্রশংসা দেখা যাচ্ছে কমই। যদিও বিশ্বের অনান্য গণমাধ্যামে বেশ প্রশংসা কুড়াচ্ছেন বাংলাদেশের ফুটবালাররা।
বাংলাদেশ-ভারত ম্যাচের পর প্রতিক্রিয়া :