
বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচটিই মঙ্গলবার খেলেছে ভারতের বিপক্ষে। যদিও শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই ম্যাচে নজর কেড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ইয়াসিন খান সহ বেশ কয়েক জন ফুটবলার।
তবে ভারতীয় কোচ ইগর স্তিমাচ বলছেন ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তিনি বলেন, ‘মাথায় রাখতে হবে, ফুটবল গোলের খেলা। এখানে জালে বল জড়ানোটাই আসল ব্যাপার। আমরা সেটাই করতে পারিনি। বাংলাদেশ গোলকিপার দারুণ খেলেছে। দুর্দান্ত কয়েকটি সেভ করেছে। আমার মতে, সে-ই ম্যাচের সেরা খেলোয়াড়।’
তিনি আরও বলেন, এদিন আমরা খুব বাজে গোল হজম করেছি। এভাবে গোল খেলে জেতার আশা না করাই ভালো। জানতাম ৯ জন মিলে বাংলাদেশের রক্ষণ সামলাবে। গোল করা কঠিন হবে। ছেলেদের সেটা বলেও দিয়েছিলাম। তবু কাজের কাজ হয়নি।
এমএইচবি