
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। মূলত প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়েই বিপিএলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে বিসিবি কার্যালয়ে এসে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, এবার বিপিএলে খেলার জন্য প্রচুর পরিমাণ বিদেশি ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন। এখন পর্যন্ত মোট ৩৯৩ জন বিদেশি ক্রিকেটার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।
নাজমুল হাসান পাপন আরও জানান, বিপিএল শুরুর তারিখ আপাতত পরিবর্তনের চিন্তা নেই। ৬ ডিসেম্বরকে বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ধরেই সকল প্রস্তুতি চলছে।
বিসিবি সভাপতি বলেন, এবারের বিপিএল যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হচ্ছে; সেই কারণে এখানে লাভ-ক্ষতির হিসাব কষার কোনো সুযোগ নেই। আমরা সে হিসাব কষছি না। সেদিকে তাকাচ্ছিও না।
এদিকে, বিপিএলের সপ্তম আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে জানিয়ে পাপন বলেন, যেহেতু এবার বিসিবি নিজেরাই করছে, তাই আগের মতো বেশি হবে না। তবে খারাপ হবে না। এখানে আরও সমন্বয় হতে পারে। বদলাতে পারে, কমতে পারে, বাড়তে পারে। এটুকু বলছি, আগের চেয়ে খুব একটা হেরফের হবে না। তবে একদম আগের মতো নেই, একটু কম আছে।
আরআইএস