
আগামীকাল (১৯ অক্টোবর) থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে।
চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম আবাহনীর এমন আয়োজন অন্যান্য ক্লাবগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ট্রফিটি হস্তান্তর করেন।
টুর্নামেন্টের মাত্র তিন দিন আগেই শেখ কামাল ক্লাব কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। ফলে এবারের টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট পাঁচ দেশের সাতটি ক্লাব অংশ নিচ্ছে। ২৯ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে দুইবার চট্টগ্রাম আবহনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের নামের এই টুর্নামেন্ট। যার প্রধান সমন্বয়কের কাজ করে থাকেন তরফরদার রুহুল আমিন।
শেখ কামাল ক্লাব কাপের গ্রুপ তালিকা-
গ্রুপ ‘এ’ : টিসি স্পোর্টস (মালদ্বীপ), মোহনবাগান এ্যাথলেটিক ক্লাব (ভারত), ইয়ং এলিফেন্ট এফসি (লাওস), চট্টগ্রাম আবাহনী (বাংলাদেশ)।
গ্রুপ ‘বি’ : বসুন্ধরা কিংস (বাংলাদেশ), চেন্নাই সিটি এফসি (ভারত), তেরাঙ্গানো ফুটবল ক্লাব (মালয়েশিয়া)।
আরআইএস