
জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আম্পায়ারকে গালি দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রংপুর বিভাগীয় দলের অধিনায়ক নাসির হোসেন এবং ঢাকা বিভাগীয় দলের অধিনায়ক নাজমুল ইসলাম অপু।
রোববার (২০ অক্টোবর) ম্যাচের চতুর্থ ও শেষ দিনে এলবিডব্লিউ আবেদনে সাড়া না দেয়ায় বদলি আম্পায়ার আসাদুর রহমানকে অকথ্য ভাষায় গালি দেন নাসির হোসেন। একই কারণে নাজমুল ইসলাম অপু আম্পায়ার আলী আরমানকে গালি দিয়েছেন।
পরে নাসির এবং অপুর বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ করেছেন আম্পায়াররা। অভিযোগ আমলে নিয়ে দুজনকেই শাস্তির আওতায় আনেন ম্যাচ রেফারি।
কোন শুনানির আয়োজন না করেই অভিজুক্ত দুই খেলোয়াড়কে প্রাথমিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ করেন ম্যাচ রেফারি সামিউর রহমান। পরবর্তীতে শাস্তি কমিয়ে নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ ও অপুকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
আরআইএস