• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৯:০৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৯:০৮ পিএম

বাংলাদেশে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে কী বলছেন সৌরভ?

বাংলাদেশে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে কী বলছেন সৌরভ?
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন সৌরভ। ছবি : সংগৃহীত

সংগঠনের স্বাধীনতা, পারিশ্রমিক বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেটের সংস্কার, চুক্তি কাঠামোর পরিবর্তনসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এসব দাবি পূরণের আগ পর্যন্ত সকল ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা তাদের।

হঠাৎই ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। দাবি আদায় না হলে ভারত সফরে না যাওয়ার কথাও জানিয়েছেন ক্রিকেটাররা। নভেম্বরের শুরুতেই তিন টি-টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে ভারত যাওয়ার কথা বাংলাদেশ দলের।

তবে বিষয়টি নিয়ে চিন্তিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করছেন ব্যাপারটি একেবারেই বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। তিনি বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। তারাই এর সমাধান করবে। তারা (বাংলাদেশ) খেলতে আসবে।’

বাংলাদেশ ক্রিকেটের এই সংকট নিয়ে বিসিবির সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘এটা পুরোপুরিই তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমি বিসিবির সঙ্গে কথা বলেছি। এ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না।’ 

এমএইচবি

আরও পড়ুন