
অনেকে মনে করছেন পুর্নজাগরণ ঘটেছে বাংলাদেশের ফুটবলের। মূলত বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে কাতার ও ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর থেকেই আবারও বাংলাদেশের মানুষদের মধ্যে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা।
ভারতের কলকাতায় যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে অসাধারণ খেলে অল্পের জন্য জয় বঞ্চিত হয় বাংলাদেশ। ম্যাচে নজর কাড়েন অধিনায়ক জামাল ভূঁইয়া- ইয়াসিন খান সহ বেশ কয়েক জন ফুটবলার। ওই ম্যাচের পর থেকেই ভারতের ক্লাবগুলো বাংলাদেশের ফুটবলারদের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেছে।
এরমধ্যে অধিনায়ক জামাল ভূঁইয়া তো প্রস্তাবই পেয়ে গেছেন। ভারতের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ আইএসএলের বেশ কয়েকটি দল জামালকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে জামালের সঙ্গে যোগাযোগও করেছে তারা। সবকিছু ঠিক থাকলে জামালও সেখানে খেলতে আগ্রহী। তবে জামাল বাৎসরিক ৬৬ লাখ টাকা পারিশ্রমিকে সাইফ স্পোটিংয়ে বর্তমানে চুক্তিবদ্ধ। তা পাচ্ছেন মাসিক বেতন হিসেবে। তাই আইএসএলে খেলতে হলে জামালকে আগে এই দিকটাও দেখতে হবে।
এমএইচবি