
বাংলাদেশের ক্রিকেটে হঠাৎই নেমে এসেছে স্থবিরতা। ১১ দফা দাবিতে সব ধরণের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা। সংগঠনের স্বাধীনতা, পারিশ্রমিক বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেটের সংস্কার, চুক্তি কাঠামোর পরিবর্তনসহ বিসিবির কাছে সর্বমোট ১১ দফা দাবি তাদের।
হঠাৎই ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে হতভম্ব ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। উদ্ভুত পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। জানা গেছে, সোমবার রাতেই বোর্ডের কয়েক জন কর্মকর্তাকে নিয়ে ধানমণ্ডিতে বৈঠকে বসেন তিনি।
সেখান একান্তে আলোচনা করার পর আসছে ভারত সফর এবং ১১ দফা দাবিতে ক্রিকেটারদের মাঠ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেন তিনি। তবে কী সিদ্ধান্ত হয়েছে সে সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি।
এমএইচবি