
এই ক্লাব ব্রুগই প্রতিপক্ষের মাঠে রুখে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। তাদেরকেই গোলবন্যায় ভাসালো গ্রুপের আরেক প্রতিপক্ষ পিএসজি। ফরাসি তারকার কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক ও আর্জেন্টাইন ফরোয়ার্ড মাওরো ইকার্দির জোড়া গোলে ক্লাব ব্রুগের ঘরের মাঠেই তাদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছে টমাস টুখেল শিষ্যরা।
ম্যাচের মাত্র সপ্তম মিনিটে বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষে পিএসজির গোল উৎসবের শুরুটা করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি। পরের গোলটা পেতে অবশ্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় পিএসজিকে। ম্যাচের ৬১ মিনিটে বদলি হিসেবে খেলতে নেমে নিজের প্রথম গোলটি করেন এমবাপ্পে।
এর দুই মিনিট পরই নিজের জোড়া গোল পূরণ করেন ইকার্দি। এরপর দলের চতুর্থ ও পঞ্চম গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। দুটি গোলই এসেছে আনহেল দি মারিয়ার অ্যাসিস্টে। এই হ্যাটট্রিকে একটি রেকর্ডও করেছেন এমবাপ্পে। মেসিকে ছাড়িয়ে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।
এমএইচবি