
বুধবারই ক্রিকেটারদের বিভিন্ন দাবি-দাওয়ার জন্য ডাকা ধর্মঘটের অবসান ঘটে। তিন দিনের নানা নাটকীয়তার পর যৌথ সংবাদ সম্মেলন থেকে আসে সমাধানের ঘোষণা। ক্রিকেটারদের যে ১৩ দফা দাবি ছিল, তার মধ্যে অন্যতম ছিল দুইটির বেশি ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার অনুমতি দেয়া।
বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের এই ১৩ দফা দাবির সঙ্গে আলোচনা হয়েছিল বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়েও। যার মধ্যে ছিল মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়টিও। জানা গেছে, মুস্তাফিজকে ক্ষতিপূরণ হিসেবে মোট ৩০ লাখ টাকা দেয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে বিসিবি।
পাকিস্তান সুপার লীগে খেলতে অনুমতিপত্র না দেয়ায়, যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মুস্তাফিজকে, তার প্রেক্ষিতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল একটি সুত্র।
এমএইচবি