• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯, ০৪:৩০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০১৯, ০৪:৩২ পিএম

স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে অনিশ্চিত তামিম

স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে অনিশ্চিত তামিম
তামিম ইকবাল। ছবি : ফাইল

ক্রিকেটারদের ধর্মঘট স্থগিত হওয়ার পর এখন সবার আলোচনায় আসন্ন ভারত সফর। এই সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশীপ, তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা। তবে এই গুরুত্বপূর্ণ সিরিজে অনিশ্চিত উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। 

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি বিসিবির কাছে ছুটি চাইতে পারেন বলে জানা গেছে। তবে টেস্ট সিরিজ শুরুর আগেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার বিকল্প হিসেবে ইমরুল কায়েসকে প্রস্তুত রাখছে বিসিবি। শনিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় লীগের তৃতীয় রাউন্ডেও তাকে মাঠে না নামতে বলেছে বিসিবি। 

তামিমের ছুটি প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'আমরা এখনো তামিমের ছুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের একটু সময় দরকার, এখনো হাতে কয়েক দিন রয়েছে।'

এমএইচবি

আরও পড়ুন