
আগেই ইঙ্গিত মিলেছিল। এবার সরকারিভাবে জানানো হল, বাংলাদেশের বিরুদ্ধে টি টুয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হচ্ছে কোহলিকে। বিরাট কোহলির পরিবর্তে জাতীয় দলকে টি টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে টেস্ট স্কোয়াডে যথারীতি কোহলি থাকছেন নেতা হিসেবে। গত দু-বছর ধরে টানা ক্রিকেট খেলে চলেছেন বিরাট। তাই বাংলাদেশের বিরুদ্ধে টি টুয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে যেতে পারেন কোহলি, সেই ইঙ্গিত ছিল আগে।
বিশ্বকাপের পরে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও বিরাটকে বিশ্রামে পাঠানোর কথা ভাবা হয়েছিল নির্বাচকদের তরফে। তবে সেই সময় বিরাট নিজেই বিশ্রাম নিতে চাননি। বিশ্বকাপ কেটে গিয়েছে অনেকদিন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকেও পর্যুদস্ত করে সিরিজ জিতেছে ভারত। এরপরে টানা ক্রিকেট মৌসুম। বাংলাদেশ সফরের পরে ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসছে এদেশে। তারপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। যদিও সেই সিরিজ এখনও চূড়ান্ত নয়।
তারপরে নিউজিল্যান্ড সফর শেষেই টি টুয়েন্টি বিশ্বকাপ। এর মাঝে আইপিএলেও খেলতে হবে। তাই বাংলাদেশ সিরিজই বিরাটের বিশ্রামের পক্ষে আদর্শ। টি টুয়েন্টিতে নতুন মুখ বলতে শিবম দুবে। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার জায়গায় খেলবেন তিনি। মুম্বইয়ের তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে আরসিবির জার্সিতে টানা খেলে নজর কাড়ছিলেন। তারই পুরস্কার হিসেবে তিনি এবার জাতীয় দলের টি টুয়েন্টি জার্সিতে।
টেস্ট কিংবা টি টুয়েন্টি দুই স্কোয়াড থেকেই বিশ্রামে রাখা হয়েছে জসপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ডিয়াকে। বাংলাদেশের বিরুদ্ধে টি টুয়েন্টি স্কোয়াডে মহেন্দ্র সিং ধোনির নাম ঘোষণা করা হয় কিনা, সেদিকেও কৌতূহল ছিল। তবে প্রত্যাশিতভাবেই ধোনি নেই স্কোয়াডে।
জানা গেছে, আগামী বছরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যাবর্তন করতে পারেন তিনি। টি২০ বিশ্বকাপেও খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন মহাতারকা।
পাশাপাশি, টেস্ট ও টি টুয়েন্টিতে স্কোয়াডে জায়গা দেয়া হয়েছে ঋষভ পন্থকে। তবে তার উদ্বেগ বাড়িয়ে টি টুয়েন্টি স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে। টেস্টে কুলদীপ যাদব ফিরতেই জায়গা হারাতে হল রাঁচি টেস্টে দুরন্ত অভিষেক ঘটানো শাহবাজ নাদিম।
টি টুয়েন্টি স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে ও শার্দুল ঠাকুর।
টেস্ট স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল ও ঋষভ পন্থ।
এসএমএম
এসএমএম