
অতিরিক্ত অনুশীলনের আগে থেকেই মুশফিকুর রহিমের সুখ্যাতি আছে। কেন রয়েছে তা, কমবেশি সবারই জানা। এমন সুখ্যাতি যে তার এমনি এমনি হয়নি, তা আবারো তিনি প্রমাণ করে ছাড়লেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ৩টা থেকে শুরু হবে বাংলাদেশের ক্রিকেটারদের ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প। অথচ বেলা সাড়ে ১১টায় মিরপুরে এসে হাজির মুশফিকুর রহিম।
অথচ তখনও পুরোপুরি প্রস্তুতও হয়নি পিচ। মাঠকর্মীরা তখনও পুরোপুরি নেট বসাননি। এমন সময়ই অনুশীলনে নেমে পড়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান। প্রথমে অবশ্য তাকে স্পিন বোলিংই মোকাবেলা করতে দেখা গেল। বলগুলোকে স্ট্রেপ ড্রাইভে সীমানা ছাড়া করার চেষ্টাই দেখা গেল মুশফিকের মধ্যে।
এদিকে, আজ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে হেড কোচ চার্ল ল্যাঙ্গাভেল্টসহ থাকছে পুরো কোচিং স্টাফ। ক্যাম্পের প্রথম দিন থেকেই যোগ দেবেন ১০০ দিনের জন্য চুক্তিবদ্ধ হওয়া টাইগারদের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিও।
প্রথম দুইদিন দিনের আলোতে অনুশীলন করলেও ২৭ ও ২৮ তারিখ ফ্লাড লাইটের আলোয় নিজেদের মধ্যে দুইটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। এরপর একদিন বিশ্রাম নিয়ে ৩০ অক্টোবর ভারতের পথে রওনা দেবে বাংলাদেশ দল।
এমএইচবি/আরআইএস