• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ০২:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৫, ২০১৯, ০২:৩৬ পিএম

ম্যানসিটিতে যাবে ৬ কিশোর ফুটবলার 

ম্যানসিটিতে যাবে ৬ কিশোর ফুটবলার 

‘ক্লিয়ার ম্যান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’ থেকে ৩৬ ফুটবলার বাছাই করছে বাফুফে। তাদের মধ্য থেকে ৬ কিশোর ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

৩০ অক্টোবর আর্মি স্টেডিয়ামে ঢাকা বিভাগের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এবারের আসর। ফুটবলার বাছাই করছেন বাফুফের দুই কোচ মাহবুব পোলো ও আনোয়ার পারভেজ। আগামী বছরের জানুয়ারিতে ইংল্যান্ডে যাবে উঠতি এই ৬ ফুটবলার। 

গত ২২ অক্টোবর ঢাকায় শুরু হয়েছে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। এতে রাজশাহী বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয় বগুড়া পু্লিশ লাইন স্কুল, চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন সানোয়ারা ইসলাম বয়েজ স্কুল, সিলেট বিভাগে ফেম অ্যাকাডেমি, ময়মনসিংহ বিভাগে পুলিশ লাইন স্কুল।

এর আগে ১৫ সেপ্টেম্বর সারাদেশের ২৭২টির বেশি স্কুলের অংশগ্রহণে শুরু হয়েছে এবারের আসর। এতে পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর স্পন্সর থাকছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো।

আরআইএস 
 

আরও পড়ুন