
ক্রিকেটারদের ধর্মঘটে শঙ্কা জেগেছিল অনেক কিছু নিয়েই। যার মধ্যে ছিল নভেম্বরের ভারত সফরও। বহু কাঙ্খিত এই সিরিজ দিয়েই শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের বহুল আলোচিত টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা।
তবে বোর্ড ও ক্রিকেটারদের সমঝোতায় ভারত সফর না হওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, তা উবে গেছে গত বুধবার রাতেই। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ৩টা থেকে ভারত সফরকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। স্কোয়াডে থাকা ১৪ ক্রিকেটার ক্যাম্পে উপস্থিত আছেন।
অনুশীলনের শুরুতে নিজেদের মধ্যে ফুটবল খেলে গা গরম করে নিয়েছেন ক্রিকেটাররা। এরপরই হেড কোচ রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে শুরু হবে স্কিল ট্রেনিং।
ইনজুরির কারণে টি-টুয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন অনুশীলনে যোগ না দিলেও মিরপুরে তার দেখা পাওয়া গেছে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে কথা নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতেই তার এই উপস্থিতি। ইনজুরির কারণে অন্তত তিন মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।
এমএইচবি/আরআইএস