• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ০৩:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৫, ২০১৯, ০৪:৪৫ পিএম

টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন ভেট্টোরি

টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন ভেট্টোরি
বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ফটো : দৈনিক জাগরণ

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারত সফরকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনেই যোগ দিয়েছেন ১০০ দিনের জন্য চুক্তিবদ্ধ হওয়া স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশে পা রেখে বিকালেই ক্যাম্পে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটার। 

অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে বেলা ৩টায় ফুটবল খেলে গা গরমের মধ্যে দিয়ে শুরু হয় ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। এরপর ট্রেনার মারিও ভিলাভারেয়েনের অধীনে শুরু হয় ফিটনেস ট্রেনিং। 

প্রথম দুইদিন দিনের আলোতে অনুশীলন করলেও ২৭ ও ২৮ তারিখ ফ্লাড লাইটের আলোয় নিজেদের মধ্যে দুইটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। এরপর একদিন বিশ্রাম নিয়ে ৩০ অক্টোবর ভারতের পথে রওনা হবে টাইগাররা। 


এমএইচবি/আরআইএস 

আরও পড়ুন