
শঙ্কার মেঘ জমেছিল অনেক। ক্রিকেটারদের ধর্মঘটে স্থবির হতে চলেছিল দেশের ক্রিকেট, স্থগিত হতে পারতো নভেম্বরের ভারত সফরও। তবে তা আর হয়নি। বোর্ড ও ক্রিকেটারদের সমঝোতায় বুধবার মাঠে ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা।
শুক্রবার (২৫ অক্টোবর) থেকেই দেখা গেল যার আনুষ্ঠানিক প্রক্রিয়া। ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে এদিন। তবে এতে যোগ দেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই প্রথম দিনের অনুশীলনে যোগ দেননি তিনি। বিকাল তিনটায় শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন। প্রথমে ফুটবল নিয়ে গা গরম করার পর ট্রেনার মারিও ভিলেভারায়ানের অধীনে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন ক্রিকেটাররা। এরপর বিসিবির একাডেমি মাঠে প্রায় আড়াই ঘন্টা ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন তারা। সেখান থেকে ফিরে ফিল্ডিং কোচ রায়ান কুকের অধীনে ফ্লাডলাইটের আলোয় ফিল্ডিং অনুশীলন করেন ক্রিকেটাররা।
এ সময় কিপিং প্র্যাক্টিস করেছেন মুশফিকুর রহিম। প্রায় আধঘন্টার মতো চলে এই অনুশীলন।
এমএইচবি/এসএমএম