• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ০৮:০২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৫, ২০১৯, ০৮:০৬ পিএম

যেমনটা দেখা গেলো টাইগারদের প্রথম দিনের অনুশীলন

যেমনটা দেখা গেলো টাইগারদের প্রথম দিনের অনুশীলন
টাইগারদের অনুশীলন পর্ব-ছবি : সংগৃহীত

মাঠ থেকে ঘুরে

..................

ধীরে ধীরে মেঘ জমেছিল অনেক। অন্ধকারচ্ছন্নও হয়ে পড়েছিল চারপাশ। অনিশ্চয়তার দোলাচলে ছিল সব। শঙ্কার মেঘ কেটে গেছে বুধবারই, ক্রিকেটার আর বোর্ডের সমঝোতায় মাঠে ফেরার ঘোষণায়। শুক্রবার (২৫ অক্টোবর) তা দেখলো আনুষ্ঠানিক আলোর মুখ। এদিন ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা।

বাংলাদেশের ক্রিকেট আলোর মুখ দেখলেও দেখেনি মিরপুরের আকাশ। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। তা চলেছে সন্ধ্যা নামা পর্যন্ত। তবে তাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি টাইগারদের অনুশীলন। বিকেল ৩টায় শুরু হয় তাদের অনুশীলন। আর শেষ হয়েছে বিকেল সাড়ে ৫টায়।

সবার আগে অনুশীলনে মুশফিক

অনুশীলন শুরুর সাড়ে তিন ঘন্টা আগেই মাঠে এসেছিলেন একজন পরিশ্রমী ক্রিকেটার। তিনি মুশফিকুর রহিম। তখনও মাঠও প্রস্তুত হয়নি। ঠিকঠাক নেট বসাননি মাঠকর্মীরা। সে সময়ই দু-তিনজন নেট বোলার নিয়ে তিনি নেমে পড়েছিলেন ব্যাটিং অনুশীলনে। যা চলেছে টানা প্রায় দেড় ঘন্টা। এরপর দুপুর একটার পর আস্তে আস্তে স্টেডিয়ামে জমায়েত হতে থাকেন ক্রিকেটাররা। সবার সম্মিলিত অনুশীলন শুরু হয় বিকেল তিনটায়।

প্রথমে গা গরম, পরে ব্যাট-বোলিং

মাঠে নেমেই শুরুতে ফুটবলে গা গরম নেন ক্রিকেটাররা। এরপর ট্রেনার মারিও ভিলাভারেয়েনর অধীনে চলে ফিটনেস ট্রেনিং। পরে ক্রিকেটাররা যান বিসিবির একাডেমি মাঠে। যেখানে টানা আড়াই ঘন্টা চলে ব্যাট ও বলের অনুশীলন। 

মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আর ইমরুল কায়েসদের টানা বল করেন সদ্য যোগ দেয়া স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরি। সেখান থেকে এসে ফ্লাডলাইটের আলোয় ফিল্ডিং কোচ রায়ান কুকের অধীনে চলে ফিল্ডিং অনুশীলন। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিং করেননি তামিম। সাকিব অনুশীলনে অংশ নেননি ব্যক্তিগত কারণে। সব মিলিয়ে ভারত সফরের প্রথম দিনের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছেন ক্রিকেটাররা। 

প্রথম দিনে অনুপস্থিত সাকিব

ইনজুরির কারণে ভারত সফর থেকে ছিটকে গেলেও কোচদের সঙ্গে দেখা করেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। টি-টুয়েন্টি স্কোয়াডে না থাকলেও ব্যাটিং অনুশীলন করেছেন ইমরুল কায়েস। টেস্ট স্কোয়াড ঘোষণা হবে যে কোনও সময়। ইমরুল টেস্টে থাকবেন এমন ইঙ্গিত দিয়েছেন নির্বাচকরা।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা এসে পৌঁছান হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুক। তাদের সঙ্গে প্রথমবার কোচ হিসেবে ঢাকায় পা রাখেন টাইগারদের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

বিকেল ৩ টায় অনুশীলন ক্যাম্প শুরু হলেও দুপুরেই মিরপুরে চলে আসেন কোচিং স্টাফরা।

এমএইচবি/এসএমএম

আরও পড়ুন