
অবশেষে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান যোগ দিয়েছেন ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে। দ্বিতীয় দিনে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুক্রবার থেকে শুরু হয় ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প । তবে ওই দিন যোগ দেননি সাকিব।
জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই প্রথম দিনের অনুশীলনে যোগ দেননি তিনি। বিকাল তিনটায় শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন। শুক্রবার প্রথমে ফুটবল নিয়ে গা গরম করার পর ট্রেনার মারিও ভিলেভারায়ানের অধীনে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন ক্রিকেটাররা। এরপর বিসিবির একাডেমি মাঠে প্রায় আড়াই ঘন্টা ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন তারা।
প্রথম দুইদিন দিনের আলোতে অনুশীলন করলেও ২৭ ও ২৮ তারিখ ফ্লাড লাইটের আলোয় নিজেদের মধ্যে দুইটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। এরপর একদিন বিশ্রাম নিয়ে ৩০ অক্টোবর ভারতের পথে রওনা দেবে বাংলাদেশ দল।
এমএইচবি