• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০১৯, ০৪:৪১ পিএম

সাকিবের বিপক্ষে আমরা ব্যবস্থা নেবো : বিসিবি সিইও

সাকিবের বিপক্ষে আমরা ব্যবস্থা নেবো : বিসিবি সিইও
সাকিব আল হাসান। ফাইল ছবি

কয়েক দিন আগেই ক্রিকেটারদের ধর্মঘট ইস্যুতে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। এবার আবারও আলোচনায় দেশের এই তারকা ‍ক্রিকেটার। বিসিবিকে না জানিয়ে টেলিকম কোম্পানি গ্রামীনফোনের সঙ্গে চুক্তি করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। 

দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিককে সাকিবের চুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘আমরা তার (সাকিব) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে আমরা কাউকে ছাড় দেবো না। আমরা জবাব চাইবো। আমরা কোম্পানি ও খেলোয়াড় দুই পক্ষের কাছেই জবাব চেয়ে নোটিশ দিতে বলেছি। অর্থাৎ আমরা সাকিবকে একটা সুযোগ দিতে চাই নিজেকে নির্দোষ প্রমাণের জন্য। নোটিশের সন্তোষজনক জবাব না দিতে পারলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’ 

শনিবার দুপুর আড়াইটায় মিরপুরে আসেন সাকিব। এরপর বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে প্রায় আধঘণ্টা কথা বলেন তিনি। এরপর সাকিবের চুক্তি করার ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বিসিবি সিইও। আজ দুপুরে মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন,‘আমাদের রেকর্ড বলছে, সাকিব আমাদের কিছুই জানায়নি। তাই এ ব্যাপারে করণীয় সবকিছুর ব্যবস্থা আমরা নেবো। এর বেশি আপাতত আর কিছু বলার নেই।’

এমএইচবি

আরও পড়ুন