• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৫:১১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০১৯, ০৭:০০ পিএম

রংপুরের হয়ে লেগ স্পিনার রিশাদের আগুন ঝড়ানো বোলিং

রংপুরের হয়ে লেগ স্পিনার রিশাদের আগুন ঝড়ানো বোলিং
সংগৃহীত ছবি

দ্বিতীয় রাউন্ড শেষে লেগ স্পিনার না খেলানোয় নিষিদ্ধ হয়েছিলেন জাতীয় লীগের দুই কোচ। তৃতীয় রাউন্ডে সুযোগ পেয়েই তার কারণ দেখালেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ রাজশাহীর ব্যাটিং লাইন-আপ। 

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও রংপুর বিভাগ। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী। তবে তাদের সিদ্ধান্ত ভুল প্রমান করেন রিশাদ। 

রাজশাহীর প্রথম দুই উইকেট অবশ্য নেন সাজেদুল ইসলাম। এরপরই শুরু রিশাদের আগুন ঝড়ানো বোলিং। মিজানুর রহমানকে আউট করে শুরু হয় রিশাদের উইকেট পাওয়া। নাজমুল হোসেন শান্তকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই তরুণ লেগি। 

এরপর রাজশাহীর অধিনায়ক ফরহাদ হোসেন ও জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানকে আউট করেন তিনি।তারপর  সানজামুল ইসলামকে বোল্ড করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন রিশাদ। তার আগুন ঝড়ানো বোলিংয়েই প্রথম ইনিংসে রাজশাহী গুটিয়ে গেছে ২০১ রানে। জবাবে প্রথম দিনশেষে দুই উইকেটে ৩২ রান করেছে রংপুর। ২০ ওভার বল করে ৫ মেইডেনসহ ৫০ রান দিয়ে ৫ উইকেট পান তরুণ রিশাদ। 

সুযোগ পেয়ে রিশাদ বাজিমাত করলেও হতাশ করেছেন আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। কক্সবাজারেরই আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ঢাকার হয়ে এখনো পর্যন্ত ১৩ ওভার বল করে ৬৮ রান দিয়ে মাত্র এক উইকেট পেয়েছেন তিনি। প্রথম দিনশেষে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ২৯০ রান। 

এদিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে টায়ার টু এর বরিশাল ঢাকা মেট্টো ও চট্টগ্রাম এবং সিলেটের মধ্যেকার ম্যাচের প্রথম দিন। 

এমএইচবি

আরও পড়ুন