• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৬:২৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০১৯, ০৬:২৯ পিএম

সাকিবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেও ছাড় নয় : পাপন

সাকিবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেও ছাড় নয় : পাপন
নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

কয়েক দিন আগেই ক্রিকেট পাড়া সরগরম ছিল ক্রিকেটারদের ধর্মঘটে। সেই ঝড় এখনো পুরোপুরি সামলে উঠতে পারেনি বাংলাদেশের ক্রিকেট। এরমধ্যেই নতুন ঝড়ের আগমন ঘটেছে দেশের ক্রিকেটে। বিসিবিকে না জানিয়েই টেলিকোম কোম্পানি গ্রামীনফোনের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান।

বোর্ডের অনুমোদন ছাড়া যে কোনো ক্রিকেটারের বিজ্ঞাপন বা নতুন কোনো চুক্তিতে রয়েছে নিষেধাজ্ঞা। ক্রিকেটারদের বলে দেয়া আছে, টিম স্পন্সরদের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে যাওয়া যাবে না। তবে সে নিয়ম মানেননি সাকিব। এই জন্য তাকে আত্মপক্ষের সমর্থনের সুযোগ দিলেও ছাড় দেয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

তিনি বলেন, ‘আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করতে পারে না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই টেলিকম কোম্পানিও জানে, খেলোয়াড়রাও জানে এটা চুক্তিতে নেই। কাজেই এটা কেন করলো, তবে ওকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এজন্য আমরা চিঠি দিয়েছি। এতটুকুই বলতে পারি এটা করতে পারে না।’ 

পাপন আরও বলেন,‘আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করতে পারে না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই টেলিকম কোম্পানিও জানে, খেলোয়াড়রাও জানে এটা চুক্তিতে নেই। কাজেই এটা কেন করলো, তবে ওকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এজন্য আমরা চিঠি দিয়েছি। এতটুকুই বলতে পারি এটা করতে পারে না।’

সামনেই ভারত সফর। যেই সিরিজ দিয়েই শুরু হচ্ছে বহুল আলোচিত টেস্ট চ্যাম্পিয়নশীপ। ওই সিরিজের কথা মাথায় রেখে সাকিবকে কোনো ছাড় দেয়া হবে কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘ছাড় দেয়ার প্রশ্নই আসে না।’

এমএইচবি

আরও পড়ুন