• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ১০:০২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০১৯, ১০:০৩ এএম

ভারত সফরে গেলে স্ত্রীর প্রতি অন্যায় হতো : তামিম

ভারত সফরে গেলে স্ত্রীর প্রতি অন্যায় হতো : তামিম
তামিম ইকবাল। ফাইল ছবি

বিশ্বকাপ থেকেই ছিলেন অফ ফর্মে। অধিনায়ক হিসেবে গিয়েছিলেন শ্রীলঙ্কা সিরিজে। সেখানে ফর্মতো ফিরে পাননি, বরং দলের সঙ্গে ব্যর্থ হয়েছিলেন তামিম ইকবাল নিজেও। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ থেকে বিশ্রামে যান তিনি।

সেই বিশ্রাম কাটিয়ে ফিরেছিলেন জাতীয় লীগে। জাতীয় দলের প্রত্যাবর্তনটা হওয়ার কথা ছিল নভেম্বরের ভারত সফরে। তবে তা আর সম্ভব হচ্ছে না। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরের পুরোটাতেই থাকছেন না তামিম। এই সময়ে স্ত্রীর পাশে থাকতে না পারাটা তার ও পরিবারের প্রতি অন্যায় হতো বলে মনে করেন দেশসেরা ওপেনার। 

তামিম বলেন, ‘ভারতে যেতে না পারা অবশ্যই হতাশার। তবে আমার মনে হয়, মানুষের জীবনের এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমনিতেই অনেকটা সময় পরিবারের দূরে থাকি। পরিবারের সদস্যদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এখন এই সময়টাও যদি স্ত্রীর পাশে থাকতে না পারি, তাহলে সেটি তার প্রতি, পরিবারের প্রতি অন্যায় হয়। এই সময়টুকু অন্তত ওদের প্রাপ্য।'

ভারত সফরের পুরোটাতে না থাকার ব্যাপারে এই তারকা ক্রিকেটার বলেন, ‘যদি দেশে থাকতাম, তাহলে হয়তো কিছুটা হলেও ক্রিকেট অনুশীলন করতে পারতাম। তখন ভারত সফরে যাওয়া নিয়ে ভাবতে পারতাম। কিন্তু টানা দুই-তিন সপ্তাহ ক্রিকেটে না থেকে হুট করে খেলা হয়তো কঠিন হবে। আপাতত তাই এই সফরে খেলার কোনো সুযোগ দেখছি না।’

এমএইচবি

আরও পড়ুন