• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ১২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০১৯, ১২:৩৭ পিএম

শ্রীলঙ্কার এক ক্রিকেটারের সমান বেতন পান বাংলাদেশের সব ক্রিকেটার!

শ্রীলঙ্কার এক ক্রিকেটারের সমান বেতন পান বাংলাদেশের সব ক্রিকেটার!
ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে ছোটখাটো একটা ঝড়ই বয়ে গেছে কয়েক দিন। ১৩ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ক্রিকেটাররা, যাতে স্থবির হয়ে পড়েছিল দেশের ক্রিকেট। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। 

দেশের প্রেক্ষাপট অনুযায়ী হয়তো অনেকে মনে করেন অনেক টাকা বেতন পান ক্রিকেটাররা। তবে ভালোভাবে দেখলে বুঝা যাবে বৈশ্বিক মানদণ্ডে তাদের বেতনের অঙ্কটা সামান্যই। এই যেমন বিসিবির চুক্তিভুক্ত সব ক্রিকেটাররা মিলে যে টাকা পান, তার সমপরিমান অর্থ পান শ্রীলঙ্কার একজন ক্রিকেটারই। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১৭ জন ক্রিকেটার। তাদের বেতন দেয়া হয় সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে। এ প্লাস ক্যাটাগরিতে মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ বার্ষিক বেতন পান ৪৮ লাখ টাকা করে। এ ক্যাটাগরিতে থাকা ইমরুল, রুবেল ও মুস্তাফিজ পান ৩৬ লাখ টাকা করে। বি ক্যাটাগরিতে মুমিনুল, লিটন, মিরাজ ও তাইজুল পান ২৪ লাখ টাকা করে। আর রুকি ক্যাটাগরিতে সাইফউদ্দিন, রাহী, রনি, নাঈম ও খালেদ পান ১২ লাখ টাকা করে।

সবমিলিয়ে বাংলাদেশের চুক্তিভুক্ত সব ক্রিকেটারের বছরে বেতন প্রায় ৫ কোটি ৪ লাখ টাকা। সেখানে তাদের সম্মিলিত বার্ষিক বেতনের কাছাকাছি পান শ্রীলঙ্কার একজন 'এ' ক্যাটাগরির ক্রিকেটার। এসএলসির সর্বশেষ চুক্তি অনুযায়ী, এ ক্যাটাগরিতে থাকা ম্যাথুস, চান্দিমাল, লাকমল, করুনারত্নেরা বার্ষিক বেতন পান প্রায় ৪ কোটি ২৮ লাখ টাকা! এমনকি লঙ্কানদের সবচেয়ে কম বেতন পাওয়া অখ্যাত ১৬ ক্রিকেটারও সাকিব-তামিমদের চেয়ে বেশি পারিশ্রমিক পান।

এমএইচবি

আরও পড়ুন