
ক্যারিয়ারের শুরু থেকেই মুশফিকুর রহিমকে জেদটা যেন ভালোভাবেই পেয়ে বসেছে। এই জেদটাই তাকে আজকের 'মুশফিক' হতে সাহায্য করেছে। ব্যক্তিগতভাবে বাড়তি অনুশীলনের সুনাম মুশফিকের বরাবরই রয়েছে।
তবে আসন্ন ভারত সফরের আগে মুশফিককে যেন পেয়ে বসেছে ভালো করার বাড়তি এক মানসিকতা। সেই কারণে প্রতিদিনই দলের প্রস্তুতি শুরু হওয়ার ঘণ্টা তিনেক আগেই শুরু হয়ে যায় তার অনুশীলন।
যার ব্যতিক্রম কিছু দেখা গেল না রোববারও। সন্ধ্যায় লাল আর সবুজ দুই দলে ভাগ হয় টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। তার প্রায় ঘণ্টা তিনেক আগেই মিরপুরে হাজির হয়েছেন মুশফিক, নেমে পড়েছেন নেট অনুশীলনেও।
মুশফিকের সঙ্গে আছেন কয়েকজন নেট বোলারও। তিনজন স্পিনার আর দুই পেসারকে নিয়ে মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করছেন মুশফিক। নেট বোলারদের মধ্যে একজন লেগ স্পিনারও আছেন।
আরআইএস