
ঘড়ির কাটায় যখন বেলা ৩টা, তখনো হোম অব ক্রিকেট মিরপুরের পরিবেশটা ছিল একেবারেই স্তব্ধ। অথচ তিন ঘণ্টা পরই টাইগারদের ব্যাট-বলের লড়াইয়ে সরগরম হয়ে উঠল মাঠ।
ভারত মিশনের পূর্বে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় টাইগাররা নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে আরম্ভ করে দিয়েছে। লাল ও সবুজ দলের মোড়কে দুই দল মাঠে খেলছে।
টস ছাড়াই আগে ব্যাট করতে নেমেছে সবুজ দল। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমেছেন নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ নাঈম শেখ।
প্রথম দুই দিন চলেছে ব্যাট ও বলের অনুশীলন। প্রথমে গা গরমের ফুটবলের পর ট্রেনারে অধীনে খানিক স্ট্রেচিং এরপরই ব্যাট ও বলে বিসিবি একাডেমি মাঠে এসে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।
বাংলাদেশ সবুজ দল : নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আল-আমিন হোসেন, রিশাদ হোসেন। অতিরিক্ত খেলোয়াড়- আরাফাত সানি।
বাংলাদেশ লাল দল : লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান। অতিরিক্ত খেলোয়াড়- নাঈম হাসান।
আরআইএস