
ভারত মিশনের পূর্বে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় টাইগাররা নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে আরম্ভ করে দিয়েছে। লাল ও সবুজ দলের মোড়কে দুই দল মাঠে খেলছে। টস ছাড়াই আগে ব্যাট করতে নেমেছে লাল দল।
মোটা অংকের পারিশ্রমিকে ১০০ দিনের চুক্তি করা ড্যানিয়েল ভেট্টোরি তাই নিজের প্রথম দুইদিন অনেকটা অলস সময় কাটিয়েছিলেন। তবে প্রস্তুতি ক্যাম্পের তৃতীয় দিনে ভেট্টোরির সামনে সেই সুযোগ নেই।
আর এজন্যই কি না তিনি খেলা চলাকালীন সময়ে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বোলিং করার সময় তা পর্যবেক্ষণ করার জন্য মাঠে ঢুকে আম্পায়ারের পেছনেই দাঁড়িয়ে গেলেন!
বিপ্লব তার ওভার শেষ করার পর তার সঙ্গে মাঠের ভেতরেই ভেট্টোরি তাকে বোলিং টিপস দেয়া শুরু করেন। ভেট্টোরি এবং বিপ্লবের মাঝে দোভাষীর দায়িত্ব পালন করেন মুশফিকুর রহিম।
লাল ও সবুজ এই দুই দলে ভাগ হয়ে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচের আগেও ভেট্টোরিকে তাই বেশ ব্যস্তই দেখা গেছে। ক্যাম্পে নতুন করে যোগ দেয়া মিরাজ, রিশাদ, নাঈমদের তো দেখলেনই; ভেট্টোরিকে উইকেটের আরেক প্রান্তে রেখে এ প্রান্ত থেকে বল ছুঁড়লেন সাব্বির, মাহমুদউল্লাহরাও।
আরআইএস