
ম্যাচের বয়স তখন ৪৮ সেকেন্ড হয়েছে মাত্র। এমন সময়েই বল জড়িয়ে গেছে লিভারপুলের জালে। এরপর একের পর এক আক্রমন চালিয়ে মিলছিল না গোলের দেখা। শেষ পর্যন্ত কাঙ্খিত সেই গোল করেন জর্ডান হেন্ডারসন। পরে মোহামেদ সালাহর পেনাল্টি গোলে ইংলিশ প্রিমিয়ার লীগে অপরাজেয় যাত্রা ধরে রাখে ইয়ুর্গেন ক্লপের দল।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যাম শেষ পর্যন্ত ম্যাচটিতে জয় পায় ২-১ গোলে। ম্যাচ শুরু হতেই হিয়ুং-মিনের দূরপাল্লার শট ক্রোয়াট ডিফেন্ডার দেইয়ান লোভরেনের গায়ে লেগে পোস্টে বাধা পায়; আলগা বল ফাঁকায় পেয়ে অনায়াসে হেডে জালে জড়ান টটেনহ্যাম ফরোয়ার্ড হ্যারিকেইন।
শুরু থেকে বল দখলে আধিপত্য করা লিভারপুল ২৭তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। তবে টটেনহ্যামের গোলরক্ষকের কৃতিত্বে সেবার গোল করতে ব্যর্থ হয় চ্যাম্পিয়ন্স লীগ জয়ীরা। তাই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ক্লপ শিষ্যরা।
বিরতি থেকে ফিরে আসার তিন মিনিট পর আবারও প্রতি-আক্রমণে ভীতি ছড়ান হিয়ুং-মিন। ডি-বক্সে ঢুকে গোলরক্ষককেও কাটান দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড; কিন্তু তার কোনাকুনি শট ক্রসবারে লাগে। এর চার মিনিট পর আর ভুল করেনি লিভারপুল।
ছোট ডি-বক্সের কোণে বল পেয়ে কোনাকুনি হাফ ভলিতে গোল করেন হেন্ডারসন। এরপর ৭৫ মিনিটে ডি-বক্সে সাদিও মানে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল তারা। এই জয়ে ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল।
এমএইচবি